সরকার পতনের আন্দোলন শুরু হবে

২৮ মার্চ ২০২১

হরতালে বাধা দিলে সরকার পতনের আন্দোলন শুরু করার হুশিয়ারি দিয়েছেন হেফাজতে
ইসলামের যুগ্ম মহাসচিব ফজলুল করিম কাসেমী। শনিবার (২৭ মার্চ) রাজধানীর বায়তুল
মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে এই হুশিয়ারি দেন।
শুক্রবার (২৬ মার্চ) ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের
বিক্ষোভে পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকজনের হামলা ও গুলি চালানোর ঘটনায়
হতাহতদের প্রতিবাদে রোববার (২৮ মার্চ) সারা দেশে হরতালের ডাক দেয়
হেফাজতে ইসলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ
শুরু করেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশে ফজলুল করিম কাসেমী বলেন, মোদির সফরকে কেন্দ্র করে ‘শহীদ’দের রক্তে রঞ্জিত
করা হয়েছে। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ হরতালে বাধা
দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এমকে


মন্তব্য
জেলার খবর