মন্তব্য
ঢাকায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের সামনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলেও আন্দোলনকারীদের কেউই বঙ্গভবনে প্রবেশ করতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ছত্রভঙ্গ হয়ে যায় তারা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ভুয়া-ভুয়াসহ একাধিক স্লোগান দেন আন্দোলনকারীরা। এদিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ধাওয়ায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী— সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান করছেন আন্দোলনকারীরা। তাদের মধ্যে কেউ কেউ ব্যারিকেডের উপরে ওঠে নানা স্লোগান দিচ্ছেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে