পঞ্চগড়ে কাঁচা চা-পাতা ন্যায্য মূল্য বিক্রি, ওজনে সমস্যা ও তৈরি চায়ের বিপনন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। চা-পাতা চুরি করে কোনো কারখানা বিক্রি করতে গিয়ে ধরা পড়লে সেই চা-পাতা বাজেয়াপ্তসহ কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়।
সভায় কাঁচা চা-পাতা ১৭ টাকা কেজি মূল্য নির্ধারন ও ভিজা চা-পাতার জন্য ৮-১০ শতাংশ কর্তন করার সিদ্ধান্ত হয় সভায়। এছাড়া সভায় চা-পাতার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনা হয়। সভায় গৃহিত সিদ্ধান্ত আগামী ২৪ অক্টোবর সকাল থেকে কার্যকর হবে বলেন, জেলা প্রশাসক সাবেত আলী।
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, কাস্টমস, এ্যাক্সইজ ও ভ্যাটের রাজস্ব কর্মকর্তা,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, চা কারখানার মালিকপক্ষ ,চা চাষী,চা-পাতা ব্যবসায়ী,কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে