রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তাঁর অপসারণের দাবি নিয়ে কোনো ডেভেলপমেন্ট হলে জানানো হবে।

বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে সাংবাদিদের বিফ্র করেন শফিকুল আলম। তিনি জানান,  চলমান সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়েছে। আইন উপদেষ্টা . আসিফ নজরুল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আমাদের অবস্থান আপনারা দেখছেন। যারা বিক্ষোভ করছে, তাদের বলেছি বঙ্গভবনের পাশ থেকে সরে যেতে। বঙ্গভবনের আশপাশের সিকিউরিটি বাড়িয়েছি আমরা।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর