ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড়দানা মোকাবিলায় আগাম যেসব কার্যক্রম দরকার, অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে সেগুলো নেওয়া হয়েছে। পূর্বপ্রস্তুতি হিসেবে মেডিকেল টিম গঠন করা হয়েছে, সিপিপি রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। বুধবার জেলা প্রশাসকরা এ বিষয়ে স্ব স্ব সম্মেলনকক্ষে জরুরি সভা করেছেন।

ঝড় মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোর প্রশাসকদের সঙ্গে ঘূর্ণিঝড় প্রস্তুতি সম্পর্কে আলোচনা এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে তথ্য জানা গেছে।

পাওয়া তথ্য অনুযায়ী, ‘দানা’ সংক্রান্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর