মন্তব্য
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় আগাম যেসব কার্যক্রম দরকার, অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে সেগুলো নেওয়া হয়েছে। পূর্বপ্রস্তুতি হিসেবে মেডিকেল টিম গঠন করা হয়েছে, সিপিপি ও রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। বুধবার জেলা প্রশাসকরা এ বিষয়ে স্ব স্ব সম্মেলনকক্ষে জরুরি সভা করেছেন।
ঝড় মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোর প্রশাসকদের সঙ্গে ঘূর্ণিঝড় প্রস্তুতি সম্পর্কে আলোচনা এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পাওয়া তথ্য অনুযায়ী, ‘দানা’ সংক্রান্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে