মন্তব্য
নড়াইল সংবাদদাতা
নড়াইল সদরের ঘোড়াখালী এলাকা থেকে শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ৬০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হচ্ছে- নড়াইলের লোহাগড়া উপজেলার চরকোটাকোল গ্রামের দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ লিটন (৩৮) ও মিজানুর রহমানের ছেলে নয়ন খান (২৩)। ইয়াবাগুলো কালো টেপ দিয়ে মোড়ানো ১২টি প্যাকেটে ছিল।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
এফকে/এমকে