সংবিধানের চতুর্থ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জে রিট

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৪

সংবিধানের চতুর্থ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। ২৭ অক্টোবর বিচারপতি ফারাহ মাহবুব বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব; মুখ্য সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়; আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, উপদেষ্টার একান্ত সচিব, আইন মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে রিটে।

মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের পক্ষে রিটটি করেছেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। রিটে চতুর্থ সংশোধনীকে বেআইনি, চরম বিভ্রান্তিকর এবং দেশের সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ ঘোষণার দাবি করা হয়েছে।

শেখ মুজিবুর রহমানের শাসনামলে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংশোধনী আনা হয়। এ সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করে এবং একদলীয় রাজনীতি বাকশাল চালু করা হয় বলে জানিয়েছেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির ।

 

বিডি২৪অনলাইন/এন/ এমকে

 

 


মন্তব্য
জেলার খবর