মন্তব্য
সরকারের অর্থে এ বছর কেউ হজে যাবেন না, হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে বিষয়টি জানান তিনি । উপদেষ্টা আরও বলেন, হজের প্যাকেজ চলতি মাসের শেষেই ঘোষিত হবে। তখন দেখতে পারবেন কতটা কমানো হয়েছে। সরকারি খরচে কেউ হজে না গেলেও সরকারি অর্থে হজ ব্যবস্থাপনার জন্য যাদের যেতে হয়, কেবল তারা যাবেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে