রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি এখন রাজনৈতিক

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, বিষয়টি এখন রাজনৈতিক। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে পারবো বলে আশা করছি আমরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে কথা বলেন। তিনি আরও বলেন, দাবিটা ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। এটা এক ধরনের গণদাবি। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি কি বলেছেন সেটা উপদেষ্টা পরিষদে আমাদের নজরে আনা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের যে দাবি উঠেছে, সেটা বিবেচনা হচ্ছে। রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক সংকট হতে পারে বলে অভিমত দিয়েছে কিছু রাজনৈতিক দল, সেটাও আলোচনা হয়েছে। আবার ওই দলের দু-একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন সাংবিধানিক সংকট হবে না। রাষ্ট্রপতির পদত্যাগের জোরালো দাবির বিপরীতে অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। যদিও তাদের সিদ্ধান্ত স্পষ্টভাবে বলেননি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর