গত জুলাই থেকে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ৩ গুণ বেড়েছে। আর মাস পার হওয়ার আগেই সেপ্টেম্বরের সংখ্যা ছাড়িয়ে গেছে চলতি অক্টোবর মাসে।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত ২৬৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই মারা গেছে চলতি অক্টোবর মাসে। এ মাসের ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত ১০৫ জন মারা গেছেন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে নিয়ে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ৪ জন ডেঙ্গু রোগী মারা গেছেন, দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯ জন ডেঙ্গু রোগী। মারা যাওয়াদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং ১ জন বরিশালের।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের প্রায় সব বিভাগেই ছড়িয়েছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৯৯ জন, বিভাগগুলোর মধ্যে ঢাকায় ১৯৭, চট্টগ্রামে ১৪৩, খুলনায় ১৩২, ময়মনসিংহে ২৫, বরিশালে ৮৮, রংপুরে ১৯, রাজশাহীতে ২১ ও সিলেটে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন, আগস্টে ৬ হাজার ৫২১ জন ও সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি অক্টোবরের ২৪ দিনে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে