বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, আগামী দিনে সেখানে এর চেয়ে বড় অভ্যুত্থান হবে ও বেশি রক্তপাত ঘটবে।
শনিবার (২৬ অক্টোবর) রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে এসব কথা বলেন। ছাত্র আন্দোলনে হত্যাকান্ডে জড়িত পুলিশ সদস্যদের দেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে সমন্বয়ক সারজিস আলম বলেন, খুনের জন্য বদলি ছাড়া পুলিশের আর কোনো শাস্তি হয় না। অপরাধের জন্য শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না। জুলাই বিপ্লবে পুলিশের যে ইমেজ সংকট, সেটা মাথায় না রেখে এখনও কিছু পুলিশ বিভিন্ন মোড়কে কিছু দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করছেন বলেও মন্তব্য করেন এই সমন্বয়ক।
দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে উল্লেখ করে সারজিস আলম বলেন, কোনো কোনো পুলিশ নীরব দর্শক হয়ে আছেন। কেউ পরবর্তীতে যেন সুবিধা নেওয়া যায়, সে চেষ্টাও করছেন।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে