নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৬ রানে হেরে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে ২১১ রানের লক্ষ্য দেয় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ১৪৪ রান করে টাইগাররা।
দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন আফিফ হোসেন। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ৩৪ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১১ রান করেন। বাকীরা কেউই দুই অঙ্কের ঘর ছুতে পারেনি। নিউিজল্যান্ডের ইশ সোদি সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া লোকি ফারগুসেন ২টি এবং টিম সাউদি ও হামিস বেনেট একটি করে উইকেট নেন।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯২ রান করে ডেভন কনওয়ে। ৫৫ বলে এ রান করেন ডেভন। ১১ চার ও তিন ছয়ের মারে সাজানো তার ইনিংসটি। এছাড়া মার্টিন গুপটিল ৩৫, উইল ইয়াংক ৫৫, গেলেন ফিলিপস ২৪ রান করেন। নাসুম আহমেদ ২টি এবং মেহেদি ১টি করে উইকেট নেন।