কোনো রকম শিথিলতা বরদাশত করবে না ইসি

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৪

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে কোনো রকম শিথিলতা বরদাশত করবে না নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে ইসি তাদের মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তিতে আবেদনকারীকে তথ্য বা দলিলাদি দাখিলের সময় দিতে হবে।

ইসির এনআইডি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। সম্প্রতি এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। নির্দেশনায়  আরও বলা হয়েছে, সংশোধনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। শুধু আবেদন নিষ্পত্তিতে প্রয়োজনে আবেদনকারীকে অধিকতর দলিলাদি দাখিলের সময় দিয়ে এবং তদন্ত করে আবেদন আন্তরিকভাবে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করতে হবে।

এদিকে ইসি সচিব শফিউল আজিম এক নির্দেশনায়  মাঠপর্যায়ে  কর্মকর্তাদের বলেছেন, সব কর্মকর্তাদের তাদের কর্মস্থলে যথাসময়ে উপস্থিত থেকে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে হবে। এ ক্ষেত্রে কোনোরকম অনিয়ম বা শিথিলতা বরদাশত করা হবে না।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর