চট্টগ্রামে তেমন প্রভাব ফেলেনি হেফাজতের হরতাল

২৮ মার্চ ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

রোববার (২৮ মার্চ) সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল তেমন কোনও প্রভাব ফেলেনি চট্রগ্রাম নগরের জনজীবনে। নগরে সকালে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচলও বেড়েছে। তবে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে হাটহাজারীতে, নগরের হালিশহর ওয়াপদা কলোনি মোড়ে পিকেটিং ও  হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধের খবর পাওয়া গেছে ।

সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাদের প্রতিরোধে পাল্টা কর্মসূচি দিয়ে সকাল থেকেই মাঠে নামে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি।

সরেজমিনে দেখা গেছে, নগরের বিভিন্ন স্থানে দোকানপাট-মার্কেট খোলা থাকলেও সড়কে সাধারণ মানুষজনের যাতায়াত তুলনামূলক কম। নগরের ভেতরে সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, কিছু সংখ্যক প্রাইভেটকার চলাচল করেছে। বাস, টেম্পু, টিকটিকিসহ বিভিন্ন ধরনের গণপরিবহন চলাচল করতে দেখা গেছে স্বল্প সংখ্যক।

এদিকে নগরের হালিশহর ওয়াপদা কলোনি মোড়ে বেলা ১১টার দিকে পিকেটিং শুরু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই সময় ওই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাছাড়া হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে অবরোধ করে মাদ্রাসাছাত্ররা।

হরতালকে ঘিরে মোড়ে মোড়ে অবস্থান নেন পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা। সাজোয়া বহর নিয়ে বিভিন্ন সড়কে টহল দেন তারা। চট্টগ্রাম নগরের প্রধান সড়ক কালুরঘাট বিমানবন্দর সড়কে যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা হয়নি নিয়ে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সব কিছুই স্বাভাবিক আছে। নগরের কোথাও পিকেটিং বা অপ্রীতিকর কিছুর খবর পাইনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘গতকাল রাতে হরতালে সব ধরনের গাড়িঘোড়া চয়ালানোর ঘোষণা দিয়েছি। কিন্তু ভয়ে অনেক ড্রাইভার (চালক) আসেনি। আবার অনেক ড্রাইভার চেয়েছে বন্ধ কাটাতে। তাই সড়কে গাড়ি একটু কম। এদিকে  চট্টগ্রাম নগর আওয়ামী লীগের গতকালকের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের তিনটি পয়েন্টে অবস্থান নিয়ে হরতাল ও নৈরাজ্য  বিরোধী সমাবেশ করেছে।

 

ডিকেটি/এমকে

 


মন্তব্য
জেলার খবর