ডিসেম্বরে গণহত্যার চুড়ান্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৪

চলতি বছরের গত জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার ঘটনা তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কাজ চলমান রয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন চূড়ান্ত হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে বিষয়টি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। বুধবার (৩০ অক্টোবর) রাজধানী ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানান তিনি।

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কাজ ছাড়াও ঢাকায় সফরকালীন সরকারের উপদেষ্টা, সেনাপ্রধান, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী প্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে নিজের বৈঠক সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন হাইকমিশনার। বিগত স্বৈরচারী আওয়ামী লীগ সরকারের সময় সংগঘটিত বলপূর্বক গুমের বহু ঘটনা নিয়ে তদন্ত কমিশনের সদস্যদের সঙ্গে কথা হয়েছে বলেও প্রধান উপদেষ্টাকে জানান তিনি।

ফলকার টুর্ক বলেন, তদন্ত কমিশনকে গুমের ঘটনা তদন্তে সহায়তা করছে তার অফিস। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর ঢাকায় তাদের উপস্থিতি জোরদার করতে চায়। জাতীয় মানবাধিকার কমিশনকেস্বাধীনএবংসম্পূর্ণ কার্যকরীকরে শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার প্রতি এ সময় আহ্বান জানান তিনি।

এদিকে ঢাকা সফর করায় এবং বিপ্লবের সময় তার সমর্থনের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার প্রতিটি নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে উন্নয়ন মানবাধিকার যেন একসঙ্গে চলতে পারে, সেটা নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ। আগের সরকারের করা ভুল অপরাধেরপুনরাবৃত্তি বর্তমান সরকার করবে না বলেও জানান প্রধান উপদেষ্টা।

 

বৈঠকে রোহিঙ্গা সংকট, বিশেষত মিয়ানমারে সহিংসতায় কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েক হাজার নতুন রোহিঙ্গার আগমন নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও আন্তর্জাতিক সমর্থন এবং সংকট সমাধানে অব্যাহত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন ফলকার টুর্ক।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর