পুলিশ আসার খবরে পরিবারের লোকজনসহ পালিয়েছে বাড়ির মালিক

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চুরি হওয়া ৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইচড়ি গ্রামের রেজাউল করিমের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়। এদিকে পুলিশ আসার খবর শুনেই ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে রেজাউল করিম ও তার পরিবারের লোকজন।

রেজাউল করিম ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে তিনি গরু চুরি চুরি হওয়া গরু ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। চুরি করা গরু লালন পালন করতেন তিনি।

জানা গেছে, গেল এক সপ্তাহের বেশি সময় ধরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী, চাড়োল, ভানোর ধনতলা ইউনিয়নে প্রায় ৩০টির বেশি গরু চুরি হয়েছে। এতে গরু চুরি আতঙ্কে রয়েছে গরুর মালিকরা।

বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, গরুগুলো আপাতত থানায় থাকবে। গরুর মালিক শনাক্তের পর তার নিকট গরু হস্তান্তর করা হবে। এছাড়াও রেজাউল করিম কার কাছে থেকে গরু কিনেছেন বা কে তার বাড়িতে গরু রেখেছেন- এসব তথ্য স্বেচ্ছায় থানায় উপস্থিত হয়ে না দিলে তার বিরুদ্ধেই গরু চুরির অভিযোগের মামলা করবে পুলিশ।

বিডি২৪অনলাইন/সামানুর ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর