ডিজেল-কেরোসিনের দাম কমালো সরকার

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৪

দেশের বাজারে নভেম্বর মাসের জন্য ডিজেল কেরোসিনের দাম সমন্বয় করা হয়েছে। এতে লিটার প্রতি ৫০ পয়সা কমেছে দাম। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন দর কার্যকর হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি খনিজসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন দরে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা দরে কেনাবেচা হবে। তবে প্রতি লিটার অকটেন ও পেট্রোলের দাম আগেরটাই অপরিবর্তিত রাখা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডিজেল ও কেরোসিনের দাম সমন্বয় করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর