ওসির নেতৃত্বেই হেফাজত নেতাকর্মীদের ওপর হামলা

২৮ মার্চ ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

হাটহাজারীর ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে হাটহাজারীতে হেফাজতের নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা ও গুলি চালিয়েছে অভিযোগ করে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী। রোববার(২৮ মার্চ) বিকালে হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলনে এই দাবি জানান। দাবি জানান হামলায় হতাহত হেফাজত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও। দাবি পূরণ না হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়ার হুংকার দেন বাবুনগরী।

 

জুনায়েদ বাবুনগরী বলেন, শুক্রবার জুমার নামাজের পর হেফাজত নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এই সময় কোনও উসকানি ছাড়াই পুলিশ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া হেফাজত নেতাকর্মীদের ওপর গুলি ছোড়ে। তিনি আরও বলেন, হাটহাজারীতে চার জনসহ এখন পর্যন্ত সারা দেশে ১৬ জন হেফাজত নেতাকর্মী মারা গেছেন। এসব ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গত দুদিনে যাদের গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

হরতাল কর্মসূচি সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে জুনায়েদ বাবুনগরী বলেন, অনেকদিন পর দেশে হরতাল কর্মসূচি পালিত হয়েছে। দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হেফাজতে ইসলামের এই কর্মসূচি সফল হয়েছে।

 

ডিকেটি/এমকে

 


মন্তব্য
জেলার খবর