পঞ্চগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তবের শিক্ষক আটক

পঞ্চগড় প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক ছাত্রীকে (১১) শ্লীলতাহানির অভিযোগে মোশারফ হোসেন নামের এক শিক্ষককে আটক করা হয়েছে। রোববার বিকালে ঢাকাইয়াপাড়া খোরারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

মোশারফ একই এলাকার মকছেদ আলীর ছেলে। স্থানীয় একটি মক্তবে শিক্ষকতা করেন তিনি। এর আগে দুপুরে ভুক্তভোগীর মামা  তার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় অভিযোগ করেন।

অভিযোগসূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৬টা-৮টা পর্যন্ত ওই মক্তবে পাঠ দান করেন মোশারফ হোসেন। রোববার ( নভেম্বর) ভুক্তভোগী ছাত্রী মক্তবে গিয়ে দেখে, সেখানে আরো দুইজন শিক্ষার্থী রয়েছে। পরে অভিযুক্ত শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকে ভুক্তভোগীকে রেখে বাকী দুই শিক্ষার্থীকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলেন। তারা দুইজন বাইরে চলে গেলে মোশারফ ওই শিশুর স্পর্শকাতর স্থানে হাত দেয়। এদিকে ভুক্তভোগীর পরিবারকে মামলা না করে আপোষ করার জন্য চাপ প্রয়োগ করছে স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতা। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার।

দেবীগঞ্জ থানার এসআই এরশাদুল হক জানান, আমরা মোশারফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। ঘটনার সত্যতা পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/ সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর