মন্তব্য
পঞ্চগড়ে ৮৪ বোতল ফেন্সিডিলসহ মিজানুর রহমান মিজান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টায় সদর উপজেলার পুরাতন পঞ্চগড় ধাক্কামারা এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সোমবার (৪ নভেম্বর) সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মিজানুর রহমান ওই এলাকার আব্দুল মমিনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী মিজানুর রহমানের হেফাজতে থাকা ৮৪ বোতল ফেন্সিডিল এবং ক্রয় বিক্রয়ের তেইশ ৬৪০ টাকা উদ্ধার করে জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ।
বিডি২৪অনলাইন/সম্রাট হোনাইন/সি/এমকে