কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামী ১১-১৪ নভেম্বর আজারবাইজানে সরকারি সফর করবেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আজারবাইজানের বাকুতে বসছে এ সম্মেলন। প্রধান উপদেষ্টা হিসেবে আজারবাইজান যাওয়া হবে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার কপ-২৯ সম্মেলনে অংশগ্রহণ ঘিরে প্রস্তুতি চলছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে অনুষ্ঠেয় এ সম্মেলনে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরবে। তবে এজেন্ডায় কোন বিষয়গুলো রাখা হবে, সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
বিডি২৪অনলাইন/এন/এমকে