অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের পর কোনো হার্ডকপি ভ্যাট অফিসে জমা দিতে হবে না। মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত স্পষ্টীকরণ বিবৃতি দেওয়া হয়েছে।
এনবিআর জানায়- দাখিলপত্র, সহগ ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক সত্যায়িত করে সংরক্ষণের বিধান নেই। তবে ভ্যাট সংক্রান্ত কাগুজে দাখিলপত্র অফিসে দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে রিসিভ করে নিতে হবে। অফিস বাইরে দাখিলপত্র ডাকযোগেও পাঠানো যায়। কাগুজে দাখিলপত্র অফিসে দাখিল করার পরিবর্তে সবাইকে অনলাইনে দাখিলপত্র দাখিল করতে আহ্বান জানিয়েছে এনবিআর।
প্রচলিত ভ্যাট আইন অনুযায়ী, ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে রিটার্ন দিতে হয়। এ সময়ে রিটার্ন না দিলে জরিমানা ও সুদ আরোপ করা হবে। নতুন ভ্যাট আইন অনুযায়ী, ভ্যাট নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের বেচাকেনার ভিত্তিতে ভ্যাট রিটার্ন দিতে হয়।
বিডি২৪অনলাইন/এন/এমকে