অক্টোবরে গণপিটুনি, হামলা-সহিংসতা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৪

অক্টোবর মাসে দেশে গণপিটুনি, ধর্ষণ, সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনাগুলো ছিল নাগরিক দৃষ্টি আকর্ষণের কেন্দ্রে। পাশাপাশি  এ মাসে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা অপরাধজনিত কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।  বিষয়টি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

জাতীয় মানবাধিকার কমিশনের হিসাবে, সেপ্টেম্বরে গণপিটুনির সংখ্যা ছিল ২০টি, অক্টোবরে গণপিটুনির ঘটনা ঘটেছে মোট ২৬টি, এতে নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন জন। অক্টোবরে ধর্ষণের শিকার হয়েছেন ২২ জন নারী ২৩ জন শিশু। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে শিশুধর্ষণ ৯১.৬৭ শতাংশ  নারী ধর্ষণ ৪৬.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছাড়া পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে মামলা, দুষ্কৃতিকারীদের দ্বারা রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা সহিংসতার ঘটনা ঘটেছে।

মানবাধিকার কমিশন আরও জানায়, অক্টোবরে কারা হেফাজতে নির্যাতন মৃত্যু কমেছে মাসে গুমের কোনো খবর পাওয়া যায়নি। তবে কয়েক বছর আগে ঘটা গুমের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে মাসে। পুলিশের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ যেমন- ঘুষ, চাঁদা দাবি, মামলা না নেওয়া ইত্যাদি ঘটনার তথ্য পাওয়া গেছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর