উন্নতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৪

গেল অক্টোবর মাসে দেশে গণপিটুনি, ধর্ষণ, সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনাগুলো নাগরিক দৃষ্টি আকর্ষণের কেন্দ্রে ছিল। এ মাসে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা অপরাধজনিত কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বিষয়টি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এদিকে একই দিনে স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আইনশৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক হতে অনেক সময় লাগবে না, স্বাভাবিক হয়ে যাবে অচিরেই।

মঙ্গলবার ( নভেম্বর) ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিষয়টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ওদিকে জাতীয় মানবাধিকার কমিশন বলছে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দেশে গণপিটুনির সংখ্যা বেড়েছে। সেপ্টেম্বরে এ ঘটনা ছিল ২০টি, অক্টোবরে ঘটেছে ২৬টি। অক্টোবরে গণপিটুনিতে ১৮ জন নিহত এবং জন আহত হয়েছেন। আর ধর্ষণের শিকার হয়েছেন ২২ জন নারী ২৩ জন শিশু। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে শিশুধর্ষণ ৯১.৬৭ শতাংশ নারী ধর্ষণ ৪৬.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে

সংস্থাটি আরও বলছে, অক্টোবরে কারা হেফাজতে নির্যাতন মৃত্যুর ঘটনা কমেছে। মাসে গুমের কোনো খবর পাওয়া যায়নি। তবে কয়েক বছর আগে সংঘটিত গুমের ঘটনায় অভিযোগ পেয়েছে। এছাড়া পুলিশের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ যেমন- ঘুষ, চাঁদা দাবি, মামলা না নেওয়া ইত্যাদি ঘটনার তথ্য পাওয়া গেছে।

ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশের মনোবল চাঙা করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে। আর পুলিশের সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে নরওয়ে আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর