যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। ট্রাম্প বিজয়ী হওয়ায় বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরো গভীর হবে, বুধবার (৬ নভেম্বর) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, আমরা ট্রাম্পকে স্বাগত জানাই। বাংলাদেশের সঙ্গে ইউএসএ —এর বিদ্যমান সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের সময়ে আরও উচ্চ শিখরে যাবে বলে আমরা আশা করি। তিনি জানান, ড. ইউনূসের সঙ্গে ডেমোক্রেট এবং রিপাবলিকের পার্টির সবার ভালো সম্পর্ক রয়েছে। তাদের শীর্ষ নেতাদের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। তাই সেই সম্পর্ক এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটা আরও গভীরতর হবে বলে আমরা আশা করি।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আগস্ট অভ্যুত্থানের পর আরও একটু ভিন্ন মাত্রা এসেছে। যুক্তরাষ্ট্র চায়, সারা বিশ্বের দেশগুলোতে গণতন্ত্রে থাকুক; বিশ্বের দেশগুলো গণতন্ত্র চর্চা করুক।
উপদেষ্টা বলেন, ওরা (যুক্তরাষ্ট্র) দেখছে- আগের পনেরো বছর আমাদের দেশে এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল। সেই জায়গা থেকে যে সরকার এসেছে, তাদের কাজ হচ্ছে ডেমোক্রেটিক ট্রানজেকশনে নেওয়া। সেজন্য তারা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করা আরও বাড়ি দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টসিতে সম্পর্ক আরও গভীর হবে বলেই আমরা আশা করছি।
বিডি২৪অনলাইন/এন/এমকে