মন্তব্য
আগামী আমন মৌসুমে সব মিলে ১০ লাখ টন ধান, সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ৩৩ টাকা দরে ধান, ৪৭ টাকা দরে সিদ্ধ চাল এবং ৪৬ টাকা দরে আতপ চাল সংগ্রহ করা হবে।
বুধবার (৬ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে বিষয়টি জানান খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি ও আসন্ন আমন সংগ্রহের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
খাদ্য সচিব বলেন, ৩ লাখ ৫০ হাজার টন ধান, ৫ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল সংগ্রহ করা হবে। ১৭ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধ চাল ও ধান সংগ্রহ করা হবে। ১৭ নভেম্বর থেকে ১০ মার্চের মধ্যে আতপ চাল সংগ্রহ করা হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে