সরকারি কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইম নিয়োগের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৪

ট্রাফিক ব্যবস্থাপর পর এবার সরকারি আরও বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইম নিয়োগের পরিকল্পনা চলছে। বুধবার ( নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের যুব ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

পোস্টের সঙ্গে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালনের একটি ফটোকার্ড শেয়ার করেছেন তিনি। উপদেষ্টা আরও লেখেন, সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ আছে, যাদের কোনো কাজ নেই বা খুবই কম কাজ। অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়। উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, এফিশিয়েন্সি বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর