পেঁয়াজ আমদানি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৪

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য পেঁয়াজের দামের লাগাম টেনে ধরে রাখতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বুধবার ( নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা চিঠি থেকে বিষয়টি জানা গেছে।  গত ৩১ অক্টোবর পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান শতাংশ শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

দেশে পেঁয়াজের চাহিদা ২৬ থেকে ২৭ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ পূরণ সম্ভব হয় স্থানীয়ভাবে উৎপাদন দিয়ে। বাকিটা পূরণ হয় আমদানির পেঁয়াজ দিয়ে।

ওদিকে পেঁয়াজ রপ্তানিতে বর্তমানে ২০ শতাংশ হারে রপ্তানি শুল্কারোপ করেছে ভারত সরকার। কিন্তু দেশে ঊর্ধ্বমুখী বাজারমূল্য নিয়ন্ত্রণ ও চাহিদা পূরণের জন্য আমদানির পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। তাই আমদানি ব্যয়  কমাতে শুল্ক হ্রাসের সুপারিশ করে ট্যারিফ কমিশন।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর