সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৪

দেশে চরমভাবে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার। বৃহস্পতিবার ( নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়।

রাজধানীর ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠককে প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া নীতিগত অনুমোদন করা হয়েছে। লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষেসাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪উপদেষ্টা পরিষদ-বৈঠকের চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপস্থাপন করবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সাইবারস্পেসে সেফটি সিকিউরিটি নিশ্চিতের বিষয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাচিবিক কারিগরি সহায়তায় আইনি কাঠামো উপদেষ্টা পরিষদের আরেকটি বৈঠকে উপস্থাপন করা হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর