দেশে অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। আর সার্বিক খাতে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছে। যদিও আগস্টের তুলনায় সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি কম ছিল।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতি সংক্রান্ত হালনাগাদ তথ্যে বিষয়টি জানা গেছে। প্রাপ্ত তথ্য বলছে, খাদ্য খাতে সেপ্টেম্বরে ১০ দশমিক ৪০ শতাংশ ও আগস্টে ১১ দশমিক ৩৫ শতাংশ ছিল মূল্যস্ফীতি। একইভাবে সার্বিক মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৯ দশমিক ৯২ শতাংশ আর আগস্টে ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।
চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে বলে জানিয়েছে বিবিএস। তথ্য অনুযায়ী, অক্টোবরে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম কিছুটা কমেছে।
এর আগে গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২ দশমিক ৫৪ শতাংশ হয়েছিল। এটা ছিল গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে খাদ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ঘটেছিল ২০১১ সালের অক্টোবরে, পরিমাণে ১২ দশমিক ৮২ শতাংশ।
বিডি২৪অনলাইন/ই/এমকে