সব ক্যারেটের সোনার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৪

দেশের বাজারে সব ধরণের ক্যারটের সোনার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। এতে আগের তুলনায় কমেছে দাম। নতুন দরে উৎকৃষ্ঠ হিসেবে ব্যবহৃত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় পরিপ্রেক্ষিতে দাম কমানো হয়েছে। শুক্রবার ( নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি সোনার দম ২১ ক্যারেট এক লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা ও সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেটে হাজার ৪৫৩ টাকা, ২১ ক্যারেটে হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেটে হাজার ৮২২ টাকা ও সনাতন পদ্ধতির ক্ষেত্রে হাজার ৪১৫ টাকা কমানো হয়েছে দাম।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর