মন্তব্য
দুই সপ্তাহের ব্যবধানে আবারও ধুলোর চাদরে ঢেকে গেছে চীনের রাজধানী বেইজিং। মঙ্গোলিয়া ও চীনের উত্তরাঞ্চল থেকে আসা বাতাস এই ধুলো বয়ে এনেছে।
ফলে রোববার সকাল থেকে শহরটি ঘন ধুলোর কুয়াশায় ঢেকে গেছে।
প্রবল ধুলোর কারণে শহরের দৃষ্টিসীমা হ্রাস পেয়েছে। রাস্তায় ধুলো ওড়ার কারণে পথচারীরা তাদের চোখ ঢেকে রাখতে বাধ্য হচ্ছেন।
রয়টার্স