বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য, বিশেষ করে শাকসবজির দাম এখন চড়া। নিত্যপণ্যের বাজারের পেছনে বাড়তি খরচের কারণে সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন দেশের বেশিরভাগ মানুষ। শহর বা গ্রাম- কোথাও দামে স্বস্তি মিলছে না। বরং ক্ষেত্র বিশেষে শহরের চেয়েও গ্রামে খাদ্যপণ্যের দাম বেশি এখন। মূলত উৎপাদনজনিত সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে শাক-সবজি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি শহরাঞ্চলে ১২ দশমিক ৫৩ শতাংশ ও গ্রামাঞ্চলে ১২ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। সে হিসাবে শহরের তুলনায় গ্রামের মানুষকে খাদ্যপণ্য কিনতে বেশি খরচ করতে হচ্ছে। এদিকে পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে অক্টোবরে মজুরি সূচক ৮ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। এ ক্ষেত্রে দেখা যাচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে মানুষের। ব্যয় যে হারে বাড়ছে, একই হারে বাড়ছে না আয়।
প্রায় দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে দেশে। ২০২৩ সালের মার্চ থেকে সামগ্রিক মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে। বিবিএসের হিসাবে- চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে অক্টোবরে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অক্টোবরে সাধারণ খাতে মূল্যস্ফীতি বেড়ে গ্রামে ১১ দশমিক ২৬ শতাংশ ও শহরে ১০ দশমিক ৪৪ শতাংশ হয়েছে। খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি গ্রামে ৯ দশমিক ৭৬ শতাংশ ও শহরে ৯ দশমিক ০৬ শতাংশ হয়েছে।
হিসাব বলছে, বিবিএসের হিসাবে, নিত্যপণ্যের দাম গ্রাম ও শহরে- দুই জায়গায় যে হারে বেড়েছে, সেভাবে বাড়েনি মানুষের আয়। গ্রামের মানুষ সাধারণত কৃষি খাতে কাজ করেন। বিপরীতে শহরের মানুষের আয় সেবা ও শিল্প খাতনির্ভর। এক্ষেত্রে দেখা যাচ্ছে মূল্যস্ফীতি বৃদ্ধির তুলনায় কোনো খাতেই আয় সেভাবে বাড়েনি।
অক্টোবর মাসের ক্ষেত্রে মুজরি সূচক বৃদ্ধি কৃষিকাজের সঙ্গে সম্পৃক্তদের বেলায় ৮ দশমিক ৩২ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৬৯ শতাংশ, সেবা খাতে ৮ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। সেপ্টেম্বেরে এটা ছিল যথাক্রমে ৮ দশমিক ২৮ শতাংশ, ৭ দশমিক ৬১ শতাংশ ও ৮ দশমিক ২৯ শতাংশ।
গত সেপ্টেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে এক অঙ্কের ঘরে নেমেছিল, সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। এটা আগস্টে ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতিতে খানিকটা স্বস্তি ফিরেছিল। খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছিল ১০ দশমিক ৪০ শতাংশ, আগস্টে ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ। তবে অক্টোবরে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়েছে, দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে
#আবারও বাড়ল মূল্যস্ফীতি
এসআর/এমএ