নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৭ হাজার ৮৬০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৪

null

চলতি নভেম্বরে মাসের প্রথম দিনে দেশে ৬৫ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২০ টাকা ধরলে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় হাজার ৮৬০ কোটি টাকা।  এর আগে অক্টোবরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে প্রায় ২৪০ কোটি ডলার। রোববার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

প্রাপ্ত তথ্য বলছে, চলতি মাস নভেম্বরের দিনে গড়ে দৈনিক এসেছে ৮৭৩ কোটি টাকার বেশি প্রবাসী আয়। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেচে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার। আর রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে প্রায় ২০ কোটি ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে কোট ১৫ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকের মাধ্যমে ১৭ লাখ ৫০ হাজার ডলার এসেছে।

রেমিট্যান্স সংক্রান্ত পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার, জুলাইয়ে ১৯০ কোটি মার্কিন ডলার, জুনে ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর