মন্তব্য
অন্তর্র্বতীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন ৩ উপদেষ্টা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সেটা এখনো জানা যায়নি। তাদেরসহ উপদেষ্টা পরিষদের আকার দাঁড়িয়েছে ২৪ জনে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।
বিডি২৪অনলাইন/এন/এমকে