আড়াই হাজার বছরের পুরনো কিতাব

২৮ মার্চ ২০২১

স্বর্ণের শিলালিপিসহ প্রায় আড়াই হাজার বছর আগের একটি ‘তাওরাত’ কিতাব বা ঐশী গ্রন্থ উদ্ধার করেছে তুরস্কের পুলিশ। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশ থেকে এটি উদ্ধার করা হয়।

 ওই প্রদেশে দুটি সন্দেহভাজন গাড়ি থামিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ। এরপর একটি গাড়ি থেকে ‘তাওরাত’র পাণ্ডুলিপিটি উদ্ধার করা হয়। আসমানি এই কিতাব ২০০০ থেকে ২৫০০ বছরের পুরনো।

জেরুজালেম পোস্ট


মন্তব্য
জেলার খবর