ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাল দলিল সৃষ্টি করে জমি দখলের সাথে জড়িত দুই জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা- উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রামের দিনেশ চন্দ্র সিংহের ছেলে নিরঞ্জন চন্দ্র সিংহ (৪৮) এবং একই গ্রামের হরসুন্দর সিংহের ছেলে যতিশ চন্দ্র সিংহ (৪৫)।
বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন জানান, জাল দলিল তৈরি করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধনতলা ইউনিয়নের সাগর চন্দ্র শীলের ৫ শতক জমি দখল নেয় তারা। এ ঘটনায় ভুক্তভোগী ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিলে তদন্তভার উপজেলা ভূমি অফিসকে প্রদান করা হয়। তদন্তের সময় দেখা গেছে, তাদের দলিলটির সম্পূর্ণ তথ্য বানোয়াট। দলিলে উল্লেখিত জমির মালিকানা সম্পর্কিত তথ্য এবং রেফারেন্স হিসেবে ব্যবহার করা অন্য দলিল নম্বরের সাথে এই দলিলের কোন মিল পাওয়া যায়নি। এমনকি বাংলা তারিখের সাথে ইংরেজি তারিখের মিল নেই। এসব যাচাই-বাছাইয়ের পর অভিযুক্ত ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করলে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/সামানুর ইসলাম/সি/এমকে