মন্তব্য
খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে চালের দাম দেশে সহনীয় থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেছেন, খাদ্য মন্ত্রণালয় আমদানি অব্যাহত রেখেছে। কিছু চুক্তিও হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় চালের দাম বৃদ্ধির বিষয়ে এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, খাদ্য আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবিলা করা কঠিন হবে না।
মতবিনিময় সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে