৩ মাসে এক টাকাও ছাপানো হয়নি : গভর্নর

নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৪

দেশের অর্থনৈতিক সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর . আহসান এইচ মনসুর। বলেছেন, এখন পর্যন্ত (গত মাসে) বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে কোনো কিছু দেওয়া হয়নি এবং হবে না। তবে এখন কেনো আর্থিক প্রতিষ্ঠান যেন বন্ধ হয়ে না যায়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।

সোমবার (১১ নভেম্বর) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সম্মেলনে এসব কথা বলেন। গত ১৫ বছর ধরে দুর্বৃত্তায়নের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন গর্ভনর।

গভর্নর বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্রো স্টেবেলিটি। এটা না হলে মূল্যস্ফীতি নিযন্ত্রণে আসবে না।  

গত সপ্তাহে সার কেনার জন্য হাজার কোটি টাকার একটি বন্ড ইস্যু করা হয়েছে জানিয়ে গভর্নর বলেন, আমরা জানি- ব্যাংকগুলো লিকুইড মানির জন্য বাংলাদেশ ব্যাংকের ওপর নির্ভর করবে। সেটার বিপরীতে হাজার কোটি টাকার ইকুইভ্যালেন্ট বন্ড ইস্যু করে টাকা দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর