ধৈর্যের পরিচয় দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৪

আগের তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের একটি সংকটময় মুহূর্তে, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এ সরকার এসেছে। তাই সরকারকে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে। জন্য সময় দিতে হবে তাদের।  সেই সঙ্গে ধৈর্যের পরিচয় দিয়ে তাদের সহযোগিতা করতে হবে আমাদের।

মঙ্গলবার (১২ নভেম্বর) লালমনিরহাটের বড়বাড়ি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। বর্তমাননে গণতান্ত্রিক শক্তিগুলোর নেতিবাচক আলোচনার কারণে ফ্যাসিবাদের দোসররা নতুন করে মাথা উঁচু করছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জাতির সামনে যে সংকট আছে সেটা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য। প্রয়োজন হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন,  উপদেষ্টা হিসেবে এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না, যার কারণে সরকার বিতর্কিত হয়। কারণ সরকারের প্রধানের দায়িত্বে আছেন বিশ্ববরেণ্য একজন মানুষ। আমাদের মনে  রাখতে হবে, রাষ্ট্র পুনর্গঠনে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটা যেন জাতি হাতছাড়া না করে। সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর