আটঘরিয়ায় সরকারি সার ও বীজ পেলেন প্রায় ৭ হাজার কৃষক

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪

চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় পাবনার আটঘরিয়া উপজেলায় ৬৯৬০ জন কৃষক নির্দিষ্ট হারে পেয়েছেন সরিষা, গম, মশুর, খেসারী, শীতকালীন পেঁয়াজ, ভূট্রাও অড়হড় ফসলের বীজ। সেই সঙ্গে এসব ফসল আবাদে দেওয়া হয়েছে নির্ধারিত পরিমাণের সার।

মঙ্গলবার (১২ নভেম্বর ) উপজেলা চত্বরে বিনামূল্যে এ বীজ রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো: আরিফুল ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।

আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ বলেন, ৬ হাজার ৯৬০ জন কৃষকের মধ্যে হাজার জন কৃষককে সরিষার বীজ, হাজার জন কৃষককে গম, ২শ জন কৃষককে মসুর, ২শ জন কৃষককে খেসারি, ৫শ জন কৃষককে শীতকালীন পেঁয়াজ, ৫০ জন কৃষক ভৃট্রা,১০ জন কৃষককে অড়হড় বীজ কেজি সরিসা, ১০ কেজি ডিএপি সার,১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

আটঘরিয়া পৌরসভায় ৪৫৫ জন, মাজপাড়া ইউনিয়নে ১১৪০ জন, চাঁদভা ইউনিয়নে ১১৪০ জন, দেবোত্তর ইউনিয়নে ১৩৭০ জন, একদন্ত ইউনিয়নে ১৬২০ জন লক্ষীপুর ইউনিয়নে ১২৩৫ জন কৃষককে প্রনোদনা দেয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর