মালিকপক্ষের সমস্যা পেলে প্রশাসক নিয়োগ

Super Admin
১২ নভেম্বর ২০২৪

কেউ মজুরি বোর্ড বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা . এম সাখাওয়াত হোসেন। সেই সঙ্গে বলেছেন, দেশের বিভিন্ন স্থানে চলমান শ্রমিক অসন্তোষের যৌক্তিক সমাধান করা হবে। মালিকপক্ষের সমস্যা পেলে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার ( ১২ নভেম্বর) রাজধানী ঢাকায় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা জানান। উপদেষ্টা আন্দোলরত শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহ্বান জানান এ সময়।

শ্রমিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আমাদের ওপর ভরসা রাখুন। আপনাদের কষ্ট  আমরা অনুভব করছি। আপনাদের ন্যায্য পাওনা অবশ্যই পাবেন আপনারা। এ সময় শ্রমিকদের বকেয়া বেতনভাতা মালিকপক্ষকে সঠিকভাবে পরিশোধের আহ্বান জানান তিনি।

সভায় শ্রমিক অসন্তোষের কারণ অনুসন্ধান সেটা নিরসনের লক্ষ্যে ক্লাস্টার ভিত্তিতে কমিটি গঠনের নির্দেশনা দেন উপদেষ্টা। বলেন, কমিটি মালিক পক্ষকে সার্বক্ষণিক মনিটরিং করবে। বেতন ভাতা ঠিকমতো পরিশোধ করছে কি না সেটাও নিশ্চিত করবে তারা।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর