মন্তব্য
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এক লাখ ৯০ হাজার মেট্রিক টন সার কেনা সংক্রান্ত ৬ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এ সার কিনতে বরাদ্দ ধরা হয়েছে সবমিলে ৯৮৪ কোটি ৩ লাখ টাকা।
এক লাখ ৯০ হাজার মেট্রিক টন সারের মধ্যে ৯০ হাজার টন ইউরিয়া, ৬০ হাজার টন টিএসপি এবং ৪০ হাজার টন ডিএপি রয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সৌদি আরব, মরক্কো ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে এ সার কেনা হবে।
বুধবার (১৩ নভেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন বৈঠকে।
বিডি২৪অনলাইন/এন/এমকে