পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৪

প্রকৃতিকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না করে দেশে পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। পর্যটন বিকাশে স্থানীয় ঐতিহ্য বৈচিত্র্যকে কাজে লাগাতে হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন উপদেষ্টা এফ হাসান আরিফ।

উপদেষ্টা বলেন, অপার সৌন্দর্যের অনুপম লীলাভূমি  এ দেশের প্রতিটি অঞ্চল আপন বৈশিষ্টে সমুজ্জ্বল। পর্যটন বিকাশে স্থানীয় ঐতিহ্য বৈচিত্র্যকে কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশ একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।

সভায় বেসামরিক বিমান পরিবহন পর্যটন সচিব নাসরীন জাহান সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন- ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, ফাতেমা রহিম ভীনা প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর