প্রকৃতিকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না করে দেশে পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। পর্যটন বিকাশে স্থানীয় ঐতিহ্য ও বৈচিত্র্যকে কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
উপদেষ্টা বলেন, অপার সৌন্দর্যের অনুপম লীলাভূমি এ দেশের প্রতিটি অঞ্চল আপন বৈশিষ্টে সমুজ্জ্বল। পর্যটন বিকাশে স্থানীয় ঐতিহ্য ও বৈচিত্র্যকে কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশ একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন- ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, ফাতেমা রহিম ভীনা প্রমুখ।
বিডি২৪অনলাইন/এন/এমকে