মন্তব্য
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ফের সোনার দাম কমানো হয়েছে। নতুন দরে উৎকৃষ্ঠ হিসেবে পরিচিত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দর এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। শুক্রবার (১৫ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সোনার নতুন দর নির্ধারণ করার কথা জানায় সংগঠনটি। এর আগে গত ১২ নভেম্বর সোনার দাম কমানো হয়েছিল।
নতুন দরে প্রতি ভরি সোনার দাম ২১ ক্যারেট ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৬১ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৯০ হাজার ২৩৩ টাকা। এদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম।
বিডি২৪অনলাইন/ই/এমকে