নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেহানিয়াহুর বাড়িতে বোমা হামলায় সম্পৃক্ততার অভিযোগে তিন সন্দেহভাজনকে যৌথভাবে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ ও আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট। তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জাতীয়তা সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি।

দেশটির পুলিশের তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্তত ৩০ দিন পর্যন্ত সন্দেহভাজনদের নাম-পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর সিজারিয়ায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ করে শনিবার সন্ধ্যায় ২টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছিল। এ সময় নেতানিয়াহু কিংবা তার পরিবারের কোনো সদস্য  সেখানে ছিলেন না। তাছাড়া বোমা দুটি বাড়ির বাগানে পড়ায় বাসভবনেরও তেমন কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি ।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর