গেল অক্টোবর মাসে সারা দেশে সব মিলে ৪০৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৭৭ জন মারা গেছেন ও ৪১৫ জন আহত হয়েছেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, বিভাগগুলোর মধ্যে ঢাকায় ১১৫টি দুর্ঘটনায় ১১৪ জন নিহত এবং ১৪২ জন আহত; চট্টগ্রামে ৬১টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ৮৬ জন আহত; রাজশাহীতে ৪৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত এবং ২২ জন আহত; খুলনায় ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। বাকি বিভাগগুলোর মধ্যে বরিশালে ২৯টি দুর্ঘটনায় ২২ জন নিহত ও ৩৪ জন আহত; সিলেটে ২৪টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ২৭ জন আহত; রংপুরে ৫৪টি দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ৩৪ জন আহত আর ময়মনসিংহে ৩৭টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে