নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৪

নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস বলেছেন, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে আমাদের।

রোববার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ এ কথা বলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে, সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি। আর  এটা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে।

ভাষণে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন নোবলজয়ী অধ্যাপক ড. ইউনূস। ভাষণের শুরুতে মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক, জনতার অভ্যুত্থানে নিহত সব শহীদকে সশ্রদ্ধ সালাম গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছেন, যারা দফা নিয়ে দাঁড়িয়েছেন এবং যারা দেশকে স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছেন, তাদের স্মরণ করেন ড. ইউনূস ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর