জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বলেছেন, এ সংক্রান্ত কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। বিচারের আওতায় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত চাওয়া হবে।
অন্তর্র্বতীকালীর সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে রোববার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ড. ইউনুস বলেন, কেবল জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নয়, গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করা হবে। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি আমরা।
শেখ হাসিনা সরকারের ১৫ বছরে অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান জানিয়েছেন অক্টোবর পর্যন্ত ১৬০০ গুমের তথ্য পেয়েছেন তারা। তাদের ধারণা, এ সংখ্যা ৩৫০০ ছাড়িয়ে যাবে।
গুমের শিকার ব্যক্তি ও পরিবারকে নিরাপত্তা ও বিচারের বিষয়ে আশ্বাস দিয়েছেন ড. ইউনুস। বলেন, অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা আবার আক্রান্ত, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয়।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে