বালিয়াডাঙ্গীতে প্রণোদনার সার-বীজ পাচ্ছেন ১২ হাজার কৃষক

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৪

চলতি অর্থবছরে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রায় ১২ হাজার কৃষক বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজের বীজ সার পাচ্ছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ সার ও বীজ বিতরণ কর্মসূচি শুরু হয়।

প্রথম দিনে এক হাজার কৃষক এ সার ও বীজ পেয়েছেন। এদিকে এ উপলক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। বক্তব্য দেন- ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক আলাউদ্দীন শেখ, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জানিয়েছে, কৃষি প্রণোদনা কর্মসূচী আওতায় সাত হাজার ' কৃষককে গম, এক হাজার ' জনকে ভুট্টা, দুই হাজার ' জনকে সরিষা, ২০ জনকে চিনা বাদাম ৩০ জনকে পেঁয়াজ বীজ এবং বিনামূল্যে সার প্রদান করা হবে।

 

বিডি২৪অনলাইন/ সামানুর ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর